মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:–
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুমিল্লার আগমন উপলক্ষ্যে জরুরী সভা করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে জরুরী সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় জানানো হয় আগামী ২০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে একটি গ্যাস ফিল্ড এর উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতা করবেন। একই দিন বিকেলে কুমিল্লা টাউন হলে জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন তিনি।
সভায় জেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে বক্তৃতা করেন, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি, জ্বালানী খনিজ ও বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. সুবিদ আলী ভূইয়া এম.পি, আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপদেষ্টা এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা সফিউল বশর ভান্ডারী, অধ্যক্ষ মো. আইউব আলী, আবুল হাসেম সরকার, এডভোকেট আহসান উল্লাহ চৌধুরী, এডভোকেট নিজামুল হক, এডভোকেট জানে আলম, গিয়াস উদ্দিন প্রমুখ।
