মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর(কুমিল্লা):–
শুক্রবার জুম্মার নামাজের পর হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নি:শর্ত মুক্তির দাবীতে মুরাদনগর মুজ্ফফরুল উলুম মাদ্রাসার মুফতি মো: আমজাদ হোসেনের নেতৃত্বে হেফাজতে ইসলামের নেতা কর্মী ও ইসলাম প্রিয় হাজার হাজার মসুল্লি বিক্ষোভ মিছিল করে। এ বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসট্যান্ড মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন মাহমুদুর রহমানকে গ্রেফতার করে এদেশের ইসলাম প্রিয় লোকদেরকে দমিয়ে রাখা যাবে না। তারা অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবী করেন অন্যথায় সরকার পতনের লাগাতার কর্মসূচী দেয়া হবে বলে জানান। এ সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মো: আমজাদ হোসেন, মুফতি দ্বীন মোহাম্মদ প্রমুখ।
