ওমর ফারুকী তাপস, কুমিল্লা থেকে:–
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ২৫ বর্ষপূর্তি উপলক্ষে কন্ঠ যোদ্ধাদের ২৫ বছর শিরোনামে কুমিল্লাসহ আশে পাশের ১০টি জেলার ২২ টি আবৃত্তি সংগঠনের উৎসব অনুষ্ঠান শুক্রবার বিকেলে কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ উপলক্ষে কুমিল্লা টাউনহল মাঠ থেকে একটি জাতীয় পতাকা র্যালী অনুষ্ঠিত হয়। মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন,বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ চৌধুরী,সাবির আহমেদ,ও গোলাম মোস্তফা। এর আগে প্রধান অতিথি সকলের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
