মো. হাবিবুর রহমান,মুরাদনগর (কুমিল্লা)থেকেঃ–
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের নোয়াকান্দি, রতননগর, তিতারকান্দি ও পুকুরপাড় গ্রামে গ্যাস সংযোগের দাবিতে শুক্রবার বিকেলে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রতননগর গ্যাসের পাইপলাইন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ অলিউল্লাহ সুলতানী। সমাবেশে বক্তব্য রাখেন নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুর রউফ, আবুল হাসেম ব্যাপারী, হারুনুর রশীদ, কামাল উদ্দিন মোল্লা, মোবারক হোসেন, আলী আহাম্মদ, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, রেনু মিয়া, আব্দুল মতিন, আবুল হাসেম, নজরুল ইসলাম, সাবেক মেম্বার আলী মিয়া, আবুল হোসেন, হাজী দুধ মিয়া, আব্দুস ছালাম ব্যাপারী, গনি মিয়া, সফিকুল ইসলাম, হাজী আব্দুল মালেক, সৈয়দ আলী, মাসুম বিল্লাহ, মুজিবুর রহমান, ফরিদ উদ্দিন, শাহজালাল ও ওয়াহেদ আলী প্রমুখ। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। বক্তারা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের নোয়াকান্দি, রতননগর, তিতারকান্দি ও পুকুরপাড় গ্রামে গ্যাস সংযোগের দাবিতে সরকার ও গ্যাস কোম্পানীকে জোর দাবি জানান। অন্যথায় বিভিন্ন কর্মসূচী দিয়ে গ্যাস সংযোগের দাবি আদায় করে ছাড়বে বলে সরকার ও গ্যাস কোম্পানীকে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
