ব্রাহ্মণবাড়িয়া:–
ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার আওয়ামী লীগসহ ১৪ দল হরতাল বিরোধী লাঠি ও পতাকা মিছিল করেছে।
সকালে স্থানীয় পৌর মার্কেট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শুরুতে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অব. জহিরুল হক খান, আওয়ামী লীগ নেতা আমানুল হক সেন্টুসহ অন্যরা।
বক্তারা বলেন, “বিরোধী দল দেশে নাশকতা চালিয়ে হরতাল দিয়ে দেশে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এসব প্রতিহত করবে।