ঢাকা :
দক্ষিণ সুদানে নিহত ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্যের লাশ বৃহস্পতিবার নয়াদিল্লীতে পৌঁছেছে। মঙ্গলবার জাতিসংঘের একটি বহর পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময় ওঁত পেতে থাকা গুরুমুখ বিদ্রোহীদের হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ এসব শান্তিরক্ষী নিহত হন।
ওই হামলায় আরো চার ভারতীয় শান্তিরক্ষী আহত হয়। উত্তর সুদানের জংলেই প্রদেশে এ হামলা হয়। জংলেই এবং আপার নাইলের মালাককালে ভারতের দুই ব্যাটালিয়ন সেনা মোতায়েন রয়েছে। এ দুই ব্যাটালিয়নের সেনা সংখ্যা ২২০০।
উল্লেখ্য, ২০১১ সালে সুদান হতে দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই দেশটিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ বাহিনী মোতায়েন রয়েছে। গত ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন। বর্তমানে এ বাহিনীর চারটি মিশনে সাত হাজারের বেশি ভারতীয় সেনা রয়েছেন। আইআরআইবি।