জামায়াত-শিবিরের ডাকা হরতালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর

শামীমা সুলতানা,দাউদকান্দি থেকেঃ–
জামায়াত-শিবিরের ডাকা হরতালে আজ বৃহস্পতিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও হরতাল সমর্থনকারীদের মধ্যে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক গাড়ি ভাংচুর চলে। কুমিল্লার চান্দিনার কাঠেরপুল, তীরচর এবং দাউদকান্দির ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কে চৌরাস্তার নিকট শিবির কর্মীদের সাথে পুলিশের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাংচুরের মত ভয়াবহ ঘটনা ঘটে।
চান্দিনা থানার ওসি (তদন্ত) সৈয়দ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় দাউদকান্দির ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের চৌরাস্তায় জামায়েত-শিবির নেতা-কর্র্মীরা রাস্তায় গুড়ি ফেলে ১৫/২০টি গাড়ি ভাংচুর করে। তারা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে দাউদকান্দি ও চান্দিনা থানার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে হরতালকারীরা। এসময় পুলিশও জামায়েত-শিবির কর্মীদেরকে ছত্রভঙ্গ করার জন্য ১৬ রাউন্ড শর্টগানের গুলি এবং কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস ছুড়ে। সংঘর্ষের সময় পুলিশ ২শিবির কর্মীকে আটক করে।
তিনি আরো জানান, মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় যানবাহন ভাংচুর করার সময় ৪ শিবির কর্মীকে স্থানীয় কিছু লোক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন, কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের সাইফুল (২০), সাকিব (১৮), মহিবুল (১৯) ও কাউসার (১৮) এবং অপর দুই জন একই জেলার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লুৎফুর রহমান (২২) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার গ্রামের সহিদুল্লাহ (২৫)। চান্দিনা থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ৬ জনই শিবির কর্মী বলে স্বীকার করে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply