ঢাকা :–
দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগর পুলিশ গ্রেফতার করেছে । তাকে গ্রেফতার করা হতে পারে বলে দীর্ঘদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। তার গ্রেফতার প্রসঙ্গে তিনি নিজে ‘আমার দেশ’ পত্রিকায় কলামও লিখেছেন। মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারওয়ান বজারে অবস্থিত আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়।
তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে আমার দেশ পত্রিকার সাংবাদিকদের অভিযোগ, মাহমুদুর রহমানের কক্ষ থেকে তার কম্পিউটারের সিপিও, ৭টি সিডি ডিস্ক, প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও সিসি টিভির ক্যামেরার বেশকিছু ডকুম্যান্টস নিয়ে গেছে ডিবি পুলিশ। মাহমুদুর রহমানকে গ্রেফতার করার সময় পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা।
গ্রেফতারের প্রতিবাদে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ পরিবার অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা গেছে, স্কাইপি আলাপ কেলেঙ্করির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।