ঢাকা :–
চঞ্চল চৌধুরি একজন তেলবাজ। অফিসের বসকে তেল দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই প্রমোশন পেয়ে যান তিনি। বাড়িওয়ালাকে তেল দিয়ে তারও প্রিয়পাত্র হয়ে যান।
কিন্ত পরক্ষণে তার তেলবাজি ধরা পড়ে যাওয়ার কারণে চাকরি হারাতে হয়। বাড়িওয়ালাও বাড়ি থেকে বিতাড়িত করে তাকে।
সত্যি সত্যি চঞ্চলের ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটেছে কি না জানা যায়নি। তবে তেলবাজ নামে একটি নাটকে এমনই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। শাহ মো. নাইমূল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সহিদ-উন-নবী।
এতে আরও অভিনয় করেছেন মুকিত আহমেদ, মানস বন্দোপাধ্যায়, কচি খন্দকার প্রমুখ।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।