ঢাকা:–
লিখিত পরীক্ষার মাধ্যমে এবারও মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এম এম নিয়াজ উদ্দিন বুধবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ভর্তির জন্য পরীক্ষা নেয়ার পক্ষেই বেশি মত এসেছে।
সরকার গত বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
অবশ্য গতবারের ভর্তি পরীক্ষার সময়ও স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, পরেরবার থেকে তিনি পরীক্ষা পদ্ধতি বাদ দেয়ার পক্ষে।
১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর কথা রয়েছে।