শামসুজ্জামান ডলার:–
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লেদামদী কমিউনিটি ক্লিনিকে গত ৫ এপ্রিল রাতে দুর্বিত্তদের আগুনে পুড়ে যায় ঔষধ ও আসবাবপত্র। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা তানিয়া আক্তার বিষয়টি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। ঐ কমিটি বুধবার তদন্ত রির্পোট দেওয়ার শেষ দিনে রির্পোট পেশ করেছে। রির্পোটে বলা হয়েছে লেদামদী কমিউনিটি ক্লিনিকে আগুন লেগেছে সত্য। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে তার কোন সঠিক তথ্য মেলেনি। রির্পোট‘টি কর্তৃপক্ষ কমিউনিটি হেল্থ কেয়ার বিভাগীয় পরিচাল ড. ডিভোর্সকে অবহিত করে ও চাঁদপুরের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় এ সংবাদ প্রকাশের কপি দেয়। পরে বিভাগীয় পরিচালক ড. ডিভোর্স বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের জন্য সরেজমিনে বৃহস্পতিবার আসছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়াও তিনি মতলব উত্তর উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন বলে জানা গেছে।
Check Also
যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি
চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...