মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
চান্দিনা উপজেলার অম্বরপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ২ যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। গত মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে চান্দিনা থানার এএসআই আবদুর রহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত ওয়রেন্টভুক্ত পলাতক আসামী হলো- চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আবদুল করিম এর ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪)। এসময় তার সাথে থাকা পাশ্ববর্তী দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. হোসেন (২২)। চান্দিনা থানার ওসি মো. গোলাম মোর্সেদ জানান, বৃহস্পতিবার সকালে তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।
