মুরাদনগর (কুমিল্লা) থেকেঃ–
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ ও দিনের শেষের শরিফুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম (দৈনিক আমাদের সময়), গৌরাঙ্গ দেবনাথ (কুমিল্লা মুক্তকন্ঠ), নূরুদ্দিন সরকার রিপন (কুমিল্লার আলো), সহ-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (দৈনিক যায়যায় দিন), আবুল কালাম আজাদ (দৈনিক মানবজমিন), জালাল উদ্দিন (বাংলাবাজার পত্রিকা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজিব আহমেদ (দৈনিক আজকের জীবন), আখতারুজ্জামান বাবু (দৈনিক রূপসী বাংলা), অরূপ নারায়ন পোদ্দার পিংকু (দেশ গোয়েন্দা), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এমকেআই জাবেদ (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ আবু ইউসুফ (দৈনিক সংগ্রাম), দপ্তর ও পাঠাগার সম্পাদক দীপক রায় (সাপ্তাহিক সীমান্ত সংবাদ), প্রচার সম্পাদক জিয়াউর রহমান (সাপ্তাহিক মেহেরকুল), নির্বাহী সদস্যরা হলেন, শাহেদুল আলম শাহেদ (দৈনিক ঘোষণা), লুৎফুর রহমান (দৈনিক সমাচার), জসিম উদ্দিন (দৈনিক খবরপত্র), রায়হান আহমেদ বশীর (বিডি নিউজ ২৪ ডট কম), হাবিবুর রহমান (দৈনিক রুদ্র বাংলা) ও জয়নাল আবেদীন (কুমিল্লার কাগজ)।
