চাঁদপুর:–
টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয়দিনে সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বড় স্টেশন আউট সিগান্যালের কাছে রেলের স্লিপারে আগুন দেয় হরতাল সমর্থকরা।
এ ছাড়া ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পিকেটিংকালে জেলার বিভিন্নস্থান থেকে পাঁচ বিএনপি ও এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক মিছিল বের করে। এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।