ঢাকা:–
আগামী কাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়েছে ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের কারণে। এ দিনের পরীক্ষাগুলো আগামী ১৯ এপ্রিল শুক্রবার নেয়া হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবেএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কর্মাসে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।
এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
শিবির সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।