চাঁদপুর:–
চাঁদপুরে মোটরসাইকেল পোড়ানো, সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে ৩৬ ঘণ্টা হরতাল চলছে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১০ পিকেটারকে আটক করেছে।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মিছিল বের হয়। এছাড়া ষোলঘর, মটখোলা, বাবুরহাট, মহামায়া এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। দুপুরের পর থেকে শহরে রিকশা-অটোরিকশা চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসে। দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।