চাঁদপুর:–
৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাটের কয়েকটি জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর এবং আগুন দেয়। জেলার বিভিন্ন স্থান থেকে চার জামায়াত ও ছয় বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। স্বেচ্ছাসেবক ও ছাত্রদল পৃথক মিছিল বের করে।
মতলব দক্ষিণ উপজেলায় মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার মতলব দক্ষিণে হরতাল পালন করা হবে।