চাঁদপুরে সড়ক অবরোধ, ভাঙচুর

চাঁদপুর:–
৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাটের কয়েকটি জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর এবং আগুন দেয়। জেলার বিভিন্ন স্থান থেকে চার জামায়াত ও ছয় বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। স্বেচ্ছাসেবক ও ছাত্রদল পৃথক মিছিল বের করে।

মতলব দক্ষিণ উপজেলায় মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার মতলব দক্ষিণে হরতাল পালন করা হবে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply