কুমিল্লা:–
গত রোববার রাতে কুমিল্লা মহনগরীতে বিএনপি হরতালের সমর্থনে যানবাহন ভাঙচুরের অভিযোগে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সহসভাপতি ফজলুর হক ফজলুসহ জেলা যুবদল ও ছাত্রদলের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা দায়ের করে।
কান্দির পাড় ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।