ঢাকা:–
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে গুলশান-২’র ৬৮ নম্বর রোড থেকে তাকে আটক করা হয়।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
বিএনপির শীর্ষস্থানীয় সব নেতা কারাগারে যাওয়ার পর তিনি দলের পক্ষ থেকে মুখপাত্রের ভূমিকা পালন করছিলেন। গত কিছুদিন ধরে সালাহউদ্দিন আহমদকে দলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে। সাংবাদিক সম্মেলনে তিনি সবসময়ই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে বসতেন।
