সিংড়া (নাটোর) প্রতিনিধি:–
কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও হরতাল সফল করতে সোমবার নাটোরের সিংড়ায় শহর বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও পথ সভায় মানুষের ঢল নামে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ করে। পরে এক পথসভায় বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি মেয়র অধ্যাপক শামিম আল রাজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক আবু সাইদ পলাশ, যুবদল নেতা রায়হান কবির, শ্রমিক দল সভাপতি আহসান হাবিব রোজ, থানা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, সাবেক জিএস আতাউল গনী পলাশ, ওলামাদলের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রনেতা আপেল মাহমুদ, শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ
