ঢাকা:–
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে এইচএসএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলেও ঘোষণা দেয় জোট।