মাসুমুর রহমান মাসুদ, চান্দিনাঃ–
দেশ ব্যাপী হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নুরিতলা নামক স্থানে সোমবার (৮ এপ্রিল) সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নেতাকর্মীরা। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ওই স্থানে জমায়েত হয়। পরে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কর্মসূচিতে বাঁধা দেয়। পুলিশি বাঁধার মুখে ওই স্থান ত্যাগ করে হেফাজতে ইসলাম নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নেতা, কুমিল্লা উত্তর জেলা হেফাজতে ইসলাম আহবায়ক শাইখুল হাদীস মাওলানা মো. তাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা হেফাজতে ইসলাম যুগ্ম সদস্য সচিব মাওলানা আবু বকর সিদ্দীক, চান্দিনা উপজেলা হেফাজতে ইসলাম সহ-সভাপতি মাওলানা শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফ্তী ইয়াহ ইয়া রাশেদ, চান্দিনা উপজেলা খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন জাফরী, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, হেফাজতে ইসলাম নেতা মাওলানা খলিলুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষাকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
