কুমিল্লা:–
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় হেফাজতে ইসলামের মিছিলে হামলা করেছে হরতালবিরোধীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় হেফাজতে ইসলাম হরতালের সমর্থনে মিছিল বের করলে স্থানীয় আওয়ামী লীগের একটি হরতালবিরোধী মিছিল থেকে হামলার ঘটনা ঘটে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। হামলায় হেফাজতে ইসলামের মাওলানা মাহদী হাসান, আবাদ মিয়া, মৌলভী আবদুর বারীসহ ১০ হেফাজত কর্মী আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হেফাজতে ইসলামের নেতা মাওলানা খলিলুর রহমান অভিযোগ করেন, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যখন একদল সন্ত্রাসী আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করছিল, তখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হেফাজতকর্মীদের উদ্ধারের চেষ্টা করেনি।
হরতালবিরোধী মিছিলটি সেখান থেকে পুলিশ লাইনের দিকে চলে যায়। বিএনপি নেতাকর্মীরা শাসনগাছা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেছেন।