শেখ রাসেলকে ‘নিশ্চিত’ করল মোহামেডান

ঢাকা :–
প্রিমিয়ার ফুটবল লিগ রেস থেকে আগেই ছিটকে পড়েছিল মোহামেডান। ১৪ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে তারা (২১)। কিন্তু রোববার চিরশত্রুদের বিপক্ষে লিগের ফিরতি ম্যাচটা ‘মর্যাদা’র ছিল বলে সামর্থের শেষ বিন্দু দিয়ে লড়েছেন সাদা-কালো ফুটবলাররা। তবে এদেশের ফুটবলের শেষ তারকা আলফাজের বিদায় সুখকর করতে না পারলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তেতোমুখে বের হননি সতীর্থরা। আগে গোল করেও হারতে হারতে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছেড়েছে মোহামেডান। ড্র-য়ে লাভবান ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকা শেখ রাসেল ক্রীড়াচক্র। এক ম্যাচ বেশি খেলা আবাহনীর (২৯) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩। সমান ম্যাচ খেলা জামালের সঙ্গে দূরত্বটা ৪ পয়েন্টের।

তবে আলফাজের বিদায়ী ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। কিন্তু মুহুর্মুহু আক্রমণে ভেঙে পড়ে সাদা-কালো রক্ষণ ভাগ। বেইবেকের ভুলে বিপদ সীমানার বাইরে ফ্রিকিক পায় আবাহনী। আতিকুর রহমান মিশুর বাম পায়ে নেওয়া অসাধারণ ফ্রিকিক আকাশী-হলুদ সমর্থকদের বুকে চেপে থাকা পাথর নামান (১-১)। মিশুর ফ্রিকিকে বোকা বনে যান গোলরক্ষক মামুন খান। ঢাকার মাঠে এ রকম গোল সচারচর দেখা যায় না। ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের অধীনে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলে আসার পর জাতীয় দলের ফুটবলারদের পারফরমেন্সে যে উন্নতি হয়েছে, মিশু তা বোঝালেন ফ্রিকিকে।

আলফাজের বিদায়ী ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল মোহামেডানেরই। ২৫ মিনিটে সাদা কালো শিবিরকে ১-০ গোলের লিড এনে দেন ঘানাইয়ান মরিসন। গোলদাতা তালিকার শীর্ষে থাকা এই ঘানাইয়ানের এটা দশম গোল লিগে। মধ্যমাঠ থেকে মারুফের পাসে বুদ্ধিদীপ্ততার সাথে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক সোহেলকে পরাস্ত করেন তিনি। আলফাজের অবসর যেন সাদা কালো শিবিরকে বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছে। আবাহনী ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল কয়েকবারই প্রথমার্ধে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হয়নি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তো একাধিক নিশ্চিত গোলের সুযোগ মিস করে আবাহনীর স্ট্রাইকাররা। গোলরেখার খুব কাছে থেকেও ফাঁকা পোস্টে বল ঠেলতে পারেননি তৌহিদ। কোমল ও সিরাজীর দুটি জোরালো শট রুখে দেন মামুন খান। মোহামেডান সমর্থকরা যখন আলফাজের বিদায়ের ম্যাচে জয় নিয়ে ফেরার অপেক্ষায়, তখনই বাদ সাধেন মিশু। নির্ধারিত সময় শেষে দুদলের সমর্থকদের মাঝে উত্তেজনা। মাঠেও ফুটবলারদের মধ্যে তা ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে মোহামেডান।

Check Also

কুমিল্লার বিপক্ষে ১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক :– বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রাজশাহী কিংসকে ১৫৩ রানের টার্গেট দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ...

Leave a Reply