পবিত্র মক্কা থেকে লন্ডনে ফিরলেন তারেক রহমান

এক সপ্তাহকাল সৌদি আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত শেষে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান রোববার লন্ডনে ফিরে গেছেন।

রোববার লন্ডন সময় বেলা ২টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে রয়েল জর্ডান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব সময় সকাল সাড়ে ৬টায় লন্ডনের উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করেন তারেক রহমান। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিমসহ প্রবাসী নেতারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।

গত ১ এপ্রিল তিনি লন্ডন থেকে জেদ্দা হয়ে পবিত্র মদিনা শরীফ গমন করেন। সৌদি আরবে অবস্থানকালে তারেক রহমান মক্কা মোকাররমায় পবিত্র ওমরাহ পালন ও জুমার নামাজ আদায় করেন। তিনি মদীনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর পবিত্র রওজা মোবারক জিয়ারত ছাড়াও ‘রিয়াজুল জান্নাত’ এ নফল ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেন। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন তারেক রহমান।

শনিবার তিনি সৌদি আরব প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে এক একটি হোটেলে প্রতিনিধি সভায় যোগ দেন। এ সময় তিনি সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা এবং দেশ ও জাতির স্বার্থে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।

Check Also

রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...

Leave a Reply