শামীমা সুলতানাঃ–
রোববার বিকেলে দাউদকান্দি উপজেলা হেফাজতে ইসলামের আহ্বানে আামীকাল সোমবারের হরতাল সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বাদআছর গৌরীপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা একসাথে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি প্রথমে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-হোমনা-গৌরীপুর বাজারের বেশ কটি গলি প্রদক্ষিণ করে। তাদের সাথে গৌরীপুর বাজারের শতশত লোক একাত্ব হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর পেন্নাই ঈদগাঁহ থেকে বারপাড়ার ঈশাখাঁ সিএনজি স্ট্রেশন হয়ে আবারও গৌরীপুর বাসস্ট্যান্ড এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিশৃঙ্খলা এড়াতে দাউদকান্দি থানা ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ নিরাপওা দিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মিছিল করতে সাহায্য করে। মিছিল শেষে নেতাকর্মীরা বক্তব্যে সোমবারের হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।