ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের সমর্থনে তৌহিদী জনতার মিছিল-সমাবেশ-সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
হেফাজতে ইসলামের আহবানে সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কাফনের কাপড় গায়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল সমাবেশ করেছে তৌহিদী জনতা। গতকাল রোববার দুপুরে স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে তৌহিদী জনতার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাউতলী মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সমাবেশ হয়। এমসময়ে মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
হেফাজতে ইসলামের জেলা সদস্য মাওলানা আবদুল হক এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বকর সিদ্দিীক, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা এরশাদ, মাওলানা আলাউদ্দিন, আতাহার আলী প্রমুখ। বক্তারা বলেন, সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী আদায় করা হবে। হরতালে কোনো প্রকার বাধা আসলে লাগাতার হরতালসহ সারাদেশ অচল করে দেয়া হবে।আমাদের হরতাল নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, আল্লাহ-রাসুল (সা.) এর কটুক্তিকারী ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। কাজেই এই হরতালে বাধা দিলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারি দেয়া হয়। পরে মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply