নিজস্ব প্রতিনিধিঃ–
রোরবার বিকেলে দাউদকান্দি উপজেলার পাচঁগাছিয়া খন্দকার কবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘রাজাকারদের পক্ষ না নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকার্যে সরকারকে সহযোগীতা করুন। মনে রাখবেন, এদের বাঁচানোর কোন কৌশলই সফল হবে না। তিনি আরো বলেন, ‘বিরোধীদলের উচিত, সরকারের জনমূখী কাজে সহযোগীতা করে দেশের সেবায় শরিক হওয়া’।
মো: জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোসা: মাহমুদা আক্তার, আবুল হাসেম সরকার, জামা লউদ্দিন চেয়ারম্যান, মোসা: জেবুন নেছা, মো: রকিব উদ্দিন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ প্রমুখ।
