ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা পরিবহনের কাউন্টারে চাদার দাবীতে সন্ত্রাসী হামলা হয়েছে। চাদা না দেয়ায় ক্যাশ কাউন্টার লুট, ভাংচুর ও শ্রমিকদের মারধর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডে উত্তরা পরিবহনের কাউন্টারে বেশ কিছুদিন যাবৎ সন্ত্রাসীরা মোবাইলে ও প্রকাশ্যে চাঁদা দাবী করে আসছে। রোববার সকালে বাকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী কাউন্টারে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় কয়েকজন শ্রমিক আহত হয় এবং যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন সন্ত্রাসীকে আটক করে। এ ঘটনায় পরিবহন শ্রমিক মালিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
