ঢাকা:–
সোমবারের হরতালে পরিবহন মালিকদের যানবাহন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। অপরদিকে শনিবার মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।
রোববার বিকেলে লালবাগ হেফাজতে ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত নয়। এখানে সরকারদলীয় ক্যাডার বাহিনী পাঞ্জাবি-টুপি পরে অনুপ্রবেশ করে হামলা চালিয়েছে।”
কাসেমী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবো। এখানে যদি কোনো অঘটন ঘটে, তার দায়-দায়িত্ব সরকারের নিতে হবে।”
শাহবাগের গণজাগরণ মঞ্চ হরতাল প্রতিহত করবে এমন প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বলেন, “ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে হরতাল ডাকা হয়নি। বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।”
সংবাদ সম্মেলনে মাওলানা কাসেমী অভিযোগ করে বলেন, “শনিবার রাতে সরকার দলীয় লোকেরা বিভিন্ন মাদ্রাসায় তল্লাশির নামে হয়রানি করেছে। মসজিদ মাদ্রসা ও কোরআন শরিফে আগুণ লাগিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলকশাস্তি ও গ্রেফতার নেতাকর্মদের মুক্তি দাবি করছি।”