ঢাকা :–
তিন দিনের হরতালের ফাঁদে পড়ছে দেশ। নাস্তিক ব্লগারদের শাস্তি দাবিসহ ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে শনিবারের মহাসমাবেশ থেকে সোমবার হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর হওয়ায় রোববার বিকেলে ১৮ দলীয় জোট মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। ফলে টানা তিন দিনের হরতালের কবলে পড়ছে সারা দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আটক নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। রোববার বিকেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ্ই ঘোষণা দেন।
এক প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন বলেন, ১০ এপ্রিল নয়া পল্টনে ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত সমাবেশ বাতিল করা হয়েছে।