নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধিঃ–
তিতাসে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের উদ্যোগে ৭ এপ্রিল সকাল ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুনিয়র কনসান্টেন গাইনী ডাঃ কামরুন সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ দেব প্রসাদ, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ সাবরিনা সিদ্দিকী ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর উপজেলা ম্যানেজার আঃ রহমান শিকদার প্রমূখ। আলোচনা সভার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে গিয়ে শেষ হয়।
