আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর থেকেঃ–
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৩ এর উপলক্ষে রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও সূর্যের হাসি ক্লিনিক বন্ধনের সহযোগিতায় “রক্তচাপ নিয়ন্ত্রণে যার নিরাপদ জীবন তার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মুসা খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া , সহকারী পরিবার কল্যান কর্মকর্তা মাহনূর ওসমানী,বন্ধন ম্যানেজার নুরে আলম নাসিম প্রমূখ।
