ঢাকা :–
লংমার্চ ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, ‘হেফাজতে ইসলামের দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করা হবে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আমরা আগেই সংগঠনটিকে সতর্ক করেছিলাম।’
শনিবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ‘হেফাজতে ইসলামের সমাবেশের দাবি, হরতালের কর্মসূচি ও সারাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলপথমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতে ইসলামের আহুত হরতাল যৌক্তিক নয় দাবি করে বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। হেফাজতে ইসলামের অবরোধ করার প্রয়োজন হবে না। করে ফয়দাও হবে না।’
সরকার পরিবর্তনে হেফাজতের দাবির প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘ভিন্নতর কোনো গৌষ্ঠী বা দলের তরফ থেকে দাবি উত্থাপন করলেই হয় না। মনে রাখতে হবে এ সরকার গণতান্ত্রিক সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারকে ইচ্ছে করলেই সরানো যায় না।’
নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও কয়েকজন সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ হামলা অগণতান্ত্রিক। হেফাজতের লোকজন বলেছে, জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে।’ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।