জেহাদ হোসেন খোকন, বুড়িচং প্রতিনিধিঃ–
সাবেক আইন মন্ত্রী ও কেন্দ্রিয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড: আবদুল মতিন খসরু বলেন, তারুন্যের অপ্রতিরোধ্য শক্তি একটি জাতির অমূল্য সম্পদ । জাতির জনকের যাদুকরী নেতৃত্বে এই তারুন্য ও বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬ দফা/ ১১ দফা তথা মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ করে ১৯৭১ সনে বাংলাদেশকে স্বাধীন করেছিল। প্রধান মন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীণ মহাজোট সরকার প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা অক্ষুন্ন ও সমুন্নত রাখতে বদ্ধপরিকর । তিনি আরো বলেন যুদ্ধাপরাধীদের বিচার একটি জাতীয় দাবীর সঙ্গে ইসলাম ধর্মের কোনো বিরোধ নেই । বর্তমান সরকার নাস্তিকতাকে অনুমোদন করে না বরং যারা মুসলমান তথা বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে । যার যার ধর্ম সে সে পালন করবে এটা তাদের সাংবিধানিক অধিকার । শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর সরকারী প্রা: বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান, শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: আবু তাহের , বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভিন আক্তার ও উপজেলা শিক্ষা অফিসার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার। ধারেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক পিপি এড: আহম তাইফুর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আমিরুল আলম, চড়ানল ফতেহ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি লায়ন ইঞ্জি: মো: আল আমিন, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল হোসেন মাষ্টার । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার । বক্তব্য রাখেন আবু নেছার দাগু, এড: শামীম খান, একেএম মোজাম্মেল হোসেন (কাউছার), আফরাফ উদ দৌলা বাবুল । সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান শিশু, হাছান চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ ।
