তিতাস প্রতিনিধিঃ–
তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামে শনিবার বিকাল ৩টায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়।
তুলাকান্দি গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে সুরুজ মিয়া জানায়, শনিবার বিকাল ৩টায় হঠাৎ অগ্নিকাণ্ডে তার চৌ-চালা বসতঘর ও দো-চালা রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিদেশ থেকে পাঠানো ছেলের নগদ ১ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
