ঢাকা:–
ধর্ম অবমাননাকারী’ ও ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে লংমার্চ পরবর্তী হেফাজতে ইসলামের মহাসমাবেশ আনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী।
মহাসমাবেশে সারা দেশ থেকে আগত হেফাজত নেতারা বক্তব্য রেখেছেন। ‘নাস্তিক’ ব্লগারদের গ্রেফতারসহ ১৩ দফা দাবি পূরণে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে উপচে পড়ছে জনসমুদ্র। এর আগে কবে এমন মহাসমাবেশ হয়েছিল তা বলতে পারছে না কেউ। প্রচণ্ড রোদ উপেক্ষা করে রাজপথে বসে পড়েছেন হেফাজত কর্মীরা।