নাসিরনগরে স্বামী পরিত্যক্তা গৃহবধূ গণধর্ষণের শিকার

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ–
আমি বেড়াতে এসেছি তোমরা আমাকে ছেড়ে দাও । আমার কোন ক্ষতি করোনা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর এ আকৃতি শোনেনি কয়েকজন লম্পট। তারা গৃহবধূকে খালু লাউস মিয়ার ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে । এ ব্যাপারে ৫ জনকে আসামী করে ওই গৃহবধূ থানায় মামলা দিয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, উপজেলার নূরপুর গ্রামের মৃত তালেব আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা (৩০) পূর্বভাগ গ্রামে খালু লাউস মিয়ার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে লাউস মিয়ার ঘর থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী কদমতলী মাঠে নিয়ে গিয়ে ৫ জন লম্পট তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে আত্ম-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শুক্রবার এ ব্যাপারে ধর্ষিতা নাসিরনগর থানায় মামলা দায়ের করলে রাতে থানা পুলিশ ধর্ষক সৈয়দ মিয়া(৩০),নূরুল হক(৪৫)ও শাহাজাহান মিয়াকে(৪০) গ্রেফতার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায় , অভিযুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply