৩-০ ফলাফলে টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করল ভারতের মহিলা ক্রিকেট দল।শুক্রবার টসে জিতে ভারত অধিনায়ক হরমনপ্রীত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ম্যাচের প্রথম থেকে বাংলাদেশের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের মহিলা ক্রিকেট ব্রিগেড। নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানেই সমাপ্ত হয়ে যায় তাদের ইনিংস। এই জয়ের ফলে টি-টোয়েন্টির পুরো সিরিজ নিজেদের পকেটে পুরো নিল ভারতীয় মহিলা ব্রিগেড। সত্র: ওয়েবসাইট।
