দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমাদের শিক্ষাক্ষেত্রকে পরিশুদ্ধ করতে হবে —- ভাষাসৈনিক ড.জসীম উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিনিধিঃ–
‘আজকে অন্যসব ক্ষেত্রের মত আমাদের মহান শিক্ষাক্ষেত্রটিও মহা দুর্নীতিতে নিমজ্জিত। এ ক্ষেত্রটি পরিশুদ্ধ না হলে কস্মীনকালেও দেশ দুর্নীতিমুক্ত হবে না। আমাদের এই কোমল শিক্ষার্থীরা এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-প্রতিষ্ঠান খেকে দুর্নীতিই শিখবে। সুতরাং প্রথমে শিক্ষা মন্ত্রণালয় তথা উপর থেকে দুর্নীতি বন্ধ করতে হবে’। ৫এপ্রিল শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার লাল-সবুজ সংঘের উদ্যোগে উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, ভাষাসৈনিক, সাহিত্যিক ও ধর্মবিষয়ক গবেষক ড. জসীম উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও শহীদনগর এম.এ.উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এটিএন নিউজ’র এডিটর প্রভাষ আমিন, আইপিএম’র সভাপতি অধ্যাপক মতিন সৈকত, বিশিষ্ট কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার মো: শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, লাল-সবুজের সভাপতি কাওসার আলম সোহেল, ভয়েজারের অধ্যক্ষ মুহাম্মদ সুমন সরকার, এম.এম জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১৮০ জন শিক্ষক এবং ৩৭০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply