ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের আলহাজ্ব সেলিম মাষ্টারের ছেলে ড. কামাল মাহমুদের স্ত্রী ড. সাদিয়া জিহান খান রিমেল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনির্ভাসিটি থেকে মাইক্রো বায়োলজিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি তিনি এই ডিগ্রী অর্জন করেন। সাদিয়া পিএইচডি গবেষণার জন্য পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ এওয়ার্ড ও এনবায়রণমেন্ট এবং লাইফ সাইন্সে বেস্ট প্রেজেন্টার হিসেবে এওয়ার্ড পান। ড. সাদিয়া জিহান খান রিমেল প্রফেসর ড. সেকান্দার হায়াত খানের বড় মেয়ে। সাদিয়া সকলের নিকট দোয়াপ্রার্থী।
