কুমিল্লা প্রতিনিধিঃ–
কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শুক্রবার সকাল থেকেই পায়ে হেঁটে ও সিএনজি যোগে ঢাকার পথে হাজারো মানুষ রওনা হয়েছেন।
জানা যায়, শুক্রবার বিকাল থেকে হরতাল থাকায় কুমিল্লার বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ ঢাকার উদ্দেশে সকালেই রওনা হয়। কিন্ত গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে ও সিএনজি যোগে যাত্রা শুরু করে। পদুয়ার বাজার থেকে কয়েক হাজার হেফাজতে ইসলাম কর্মী হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সকাল সাড়ে নয়টায় কয়েক হাজার হেফাজতে ইসলাম কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে জড়ো হন।
সেখানে পূর্বনির্ধারিত বাস ও বিভিন্ন পরিবহণ না থাকায় তারা এক সংক্ষিপ্ত সমাবেশে হেঁটেই লংমার্চে ঢাকা যাওয়ার ঘোষণা দেন।
পরে সেখান থেকেই কুমিল্লার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লিরা দলবদ্ধ হয়ে মহাসড়ক দিয়ে জিকির করতে করতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।