ঢাকা:–
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের লোগো এবং কাউন্টডাউন ঘড়ি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। আজ থেকে ঠিক পাঁচ বছর পরে ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কমনওয়েলথ গেমস মন্ত্রী জ্যান স্টাকি জানিয়েছেন ব্রিসবেনের ৯০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত পর্যটন শহর গোল্ড কোস্টের নির্যাস এই লোগো বা প্রতীকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এক বিবৃতিতে স্টাকি বলেছেন, ‘এই লোগোটি গোল্ড কোস্টের অসাধারণ সমুদ্র তীরবর্তী স্থানের দ্বারা অনুপ্রানীত হয়েই তৈরী করা হয়েছে। এর আকর্ষণীয় রঙ মূলত সমুদ্র তীরকেই প্রতিনিধিত্ব করছে। এছাড়া এখানে উৎসবেরও একটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে।’
‘লোগোটির কেন্দ্রে যে জিমন্যাস্ট, হার্ডলার এবং সাঁতারুর জলছবি আঁকা হয়েছে তা মূলত গেমসের ঐতিহ্য ও মানবতাকেই চিহ্নিত করেছে।’
লোগোটির বাইরে কমলা, হলুদ, সবুজ এবং নীল রঙের রশ্মি রয়েছে। আর এই রঙগুলোর কারণে তিনজন ক্রীড়াবিদের জলছবিটি স্পষ্টভাবে মাঝে ফুটে উঠেছে।
লোগোটি কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি টুঙ্কু ইমরানেরও প্রশংসা কুড়িয়েছে। এ সম্পর্কে মালয়েশিয়ান সভাপতি বলেছেন, আমি মনে করি এই লোগোতে গোল্ড কোস্ট এবং কুইন্সল্যান্ডের আন্তরিকতা, শক্তি, উৎসব এবং উত্তাপ সবই বেশ সুনির্দিষ্ঠভাবে ফুটে উঠেছে। এছাড়া ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে যা কিছু থাকবে তার সবই এখানে প্রতিনিধিত্ব করছে।
লোগোর পাশাপাশি চার মিটার লম্বা একটি কাউন্টডাউন ঘড়িও গোল্ড কোস্টের মূল সেন্টারে উন্মুক্ত করা হয়েছে। ঘড়িটির আকার অনেকটা সার্ফবোর্ডের আদলে দেয়া হয়েছে।
২০১৮ সালের ৪ এপ্রিল গোল্ড কোস্ট গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের গেমসটি অনুষ্ঠিত হবে গ্ল্যাসগোতে।