মতলব(চাঁদপুর)প্রতিনিধিঃ–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সভা কক্ষে ইউনিয়ন পরিষদের “গ্রাম পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্তানীয় সরকার ইনিস্টিটিউট (এনআইএলজি, ঢাকা) কর্তৃক আয়োজিত কর্মশালা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন উদ্বোধন করেন। কর্মশালায় প্রশিক্ষন প্রদান ও সনদ বিতরন করেন- জাতীয় স্তানীয় সরকার ইনিস্টিটিউটের গবেষনা কর্মকর্তা নুরুন নাহার বেগম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ ইস্রাফিল হোসেন। কর্মশালায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা অংশগ্রহণ করেন। মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্মশালার বাস্তবায়ন করেন।
