নিজস্ব প্রতিনিধিঃ–
দাউদকান্দি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার থেকে কুমিল্লার নবগঠিত তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বিজ্ঞকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল ফয়সাল জানান, ২ এপ্রিল ১৮দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বারপাড়া ও শহীদনগরে পুলিশের সাথে জামায়েত-শিবিরের সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষের নেতৃত্ব দেন তিতাস উপজেলা জামায়েতের আমীর ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বিজ্ঞ ও দাউদকান্দি উপজেলার জামায়েতের সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন। এ ঘটনায় পুলিশ তাদেরকে প্রধান আসামী করে এবং ৩শ’ জন অজ্ঞাত ব্যক্তি দেখিয়ে থানায় মামলা করেন।
এ মামলার প্রধান আসামী ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বিজ্ঞকে দাউদকান্দি এবং তিতাসে নাশকতা কাজে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
