মোঃ ইসমাইল হোসেন, মেঘনা প্রতিনিধিঃ–
মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড.মিহির কান্তি মজুমদার। আজ বৃহসপতিবার বিকেলে প্রধান অতিথি ড.মিহির কান্তি মজুমদার বলেন, ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি বাড়ি, একটি খামার প্রকল্পে যুগান্তকারী ভূমিকা রাখছে। তিনি বলেন, দারিদ্র হৃাস করে দেশকে একটি মধ্য আয়ের দেশে রুপান্তরকল্পে সরকার ঘোষিত রুপকল্প ২০২১ এবং একই সাথে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ”একটি বাড়ি,একটি খামার” প্রকল্প। সচিব ড.মিহির কান্তি মজুমদার নিভৃত পল্লীতে গ্রামের অন্যান্য মানুষের সঙ্গে বসে সমিতির সদস্যদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেন। সেই সাথে সমিতির ৫ জন সদস্যর হাতে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার ঋনের চেক বিতরন করেন।
ভাওরখোলা গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি এবাদুল্লার সভাপত্বিতে বক্তব্য রাখেন ড.মোযাম্মেল ভুইয়া প্রফেসর ব্রিসবেন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, মেঘনা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মালেক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম।
