সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১২ এর লিখিত পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হবে।
২৫ মার্চ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে বৈধ প্রার্থীদের নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে।
কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত ছবির অনুরূপ দু’কপি পার্সপোট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ এপ্রিল (অফিস চলাকালে) ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।