মাসুমুর রহমান মাসুদ, চান্দিনাঃ–
চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর নেতা সহ ৬ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে তাদের আটক করা হয়। এদিকে দীর্ঘদিন আগে চান্দিনার মহিচাইল বাজারে পুলিশ কনস্টেবল মৃদুল কান্তি মজুমদার এর উপর হামলার অভিযোগে চান্দিনা থানায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার (৩ মার্চ) তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- বাড়েরা গ্রামের মাওলানা আবদুর রহিম এর ছেলে চান্দিনা পৌর খেলাফত মজলিস এর সভাপতি ও হেফাজতে ইসলাম এর নেতা মো. মোস্তফা কামাল (৩৮), খৈছাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সোনার বাংলা’র ফিল্ড অফিসার আবদুল কাদের (৫০), মেহার গ্রামের লনি মিয়ার ছেলে মাইজখার ইউনিয়ন যুবদল এর সহ-যোগাযোগ সম্পাদক শাহিন আলম (২৬), মেহার গ্রামের মমিন মিয়ার ছেলে যুবদল নেতা মো. ইব্রাহীম (২৩), বাড়েরা গ্রামের মৃত শুক্কুর আহমেদ এ ছেলে ফজলুল হক (৪২), ছাতাড্ডা গ্রামের আজগর আলীর ছেলে মো. শহীদ মিয়া (২৬)।
অপরদিকে বিষয়টি ষড়যন্ত্রমূলক হিসেবে দাবি করেছেন মাইজখার ইউনিয়ন যুবদল সভাপতি মো. আলী আশরাফ। তিনি বলেন, আটককৃত শাহিন আলম মাইজখার ইউনিয়ন যুবদল এর সহ-যোগাযোগ সম্পাদক এবং মো. ইব্রাহীম ওই কমিটির সদস্য। তারা জামায়াত শিবিরের কর্মী নন।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ মো. গোলাম মোর্সেদ জানান, জামায়াত-শিবিরের তালিকানুযায়ী তাদের গ্রেফতার করার পর কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...