সরাইলে হেলাল ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত হেলাল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার কুট্রাপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ রাতে উপজেলা সদরের পূর্ব কুট্রাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনকে বেঁধে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে সাত লাখ টাকা লুটে নেয় সংঘবদ্ধ ডাকাত দল। ওই ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার হেলাল প্রধান সন্দেহভাজন আসামি। হেলাল সদর উপজেলার খাটিহাতা গ্রামের জমির আলীর পুত্র।
সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন হত্যা, চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে হেলালেন বিরুদ্ধে সরাইল ও সদর থানায় অর্ধডজন মামলা রয়েছে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply