ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

আরিফুল ইসলাম সুমন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোয় দুর্গত এলাকায় বুধবার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারার সকল স্বর্ণ ব্যবসায়ী আর্থিক সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে। কুটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম জিতু, অভিত পোদ্দারের নেতৃত্বে স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম ঘুরে টর্ণেডোর তা-বে ক্ষতিগ্রস্থ ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে দু:স্থ ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় দরবার শরীফের মাওলানা শাহ সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম. মনির হোসাইন, অর্থ সম্পাদক ফাতেহাল কুদ্দুস পাহলবী, কেন্দ্রীয় দফতর সম্পাদক সৈয়দ আবু সাইদ শাফিন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রসেনার আহবায়ক ফোরকাত উদ্দিন নেজামী, সাবেক ছাত্রনেতা মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নরসিংদীর জামেয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাব মাদরাসার উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। এসময় জামেয়ার প্রিন্সিপাল শাইখুল হাদীস মজিবুর রহমান নোমানী, ভাইস প্রিন্সিপাল মাওলানা সাদেকুর রহমান, মুহাদ্দিস মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply